তুরস্ক হয়ে সিরিয়ায় ঢুকেছে ৫শ' বিদ্রোহী যোদ্ধা
সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়তে তুরস্ক হয়ে কমপক্ষে ৫শ' বিদেশি বিদ্রোহী যোদ্ধা সিরিয়ায় প্রবেশ করেছে। এসব যোদ্ধা সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত শহরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। গত বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, 'কমপক্ষে ৫শ' গেরিলা বাব আস-সালাম সীমান্ত রেখা পার হয়ে আজাজ শহরের দিকে গেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের অগ্রাভিযানের মুখে বিদ্রোহীদের সাহায্য করার জন্য এসব গেরিলা সিরিয়ায় ঢুকেছে।' এ নিয়ে গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ক দিয়ে যোদ্ধাদের বড় ধরনের দ্বিতীয় দল সিরিয়ায় অনুপ্রবেশ করল। এর আগে গত রোববার তুরস্কের আতমে সীমান্ত রেখা দিয়ে ভারি অস্ত্রে সজ্জিত ৩৫০ সন্ত্রাসী সিরিয়ায় প্রবেশ করে। গত মঙ্গলবার একজন তুর্কি কর্মকর্তা দাবি করেন, সিরিয়ার চলমান সংকট নিরসনের একমাত্র পন্থা হচ্ছে দেশটিতে স্থলসেনা মোতায়েন করা। এরপর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু ওই প্রস্তাব সমর্থন করে বলেন, বিষয়টি নিয়ে তার দেশ মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। গত কয়েকদিন ধরে তুর্কি সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের অবস্থানে গোলাবর্ষণ করে যাচ্ছে। সিরিয়ায় তৎপর বিদেশি যোদ্ধাদের তাড়া করে এসব যোদ্ধা যাতে তুরস্কের সীমান্তে পেঁৗছাতে না পারে সে লক্ষ্যে এ হামলা করছে আঙ্কারা।
সিরিয়ার অবরুদ্ধ ৫টি এলাকায় ত্রাণবাহী বহরের প্রবেশ
এদিকে পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের জন্য খাবার ও ওষুধ নিয়ে জাতিসংঘ ও সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের ত্রাণবহরগুলো পেঁৗছাতে শুরু করেছে। ইতোমধ্যে ৫টি অবরুদ্ধ এলাকায় ত্রাণবাহী ট্রাকের বহর প্রবেশ করেছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারপক্ষ।