Tagged Under: Islamic News
পরামর্শ
উত্তরপত্রে আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ, উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে না
পাবলিক পরীক্ষা ছাড়াও শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় শুধু ভালো প্রস্তুতি নিলেই হবে না। পরীক্ষায় ভালো করতে তোমাদের আরও কিছু নিয়ম জানতে হবে।
পরীক্ষার আগের রাতে করণীয়
*পরীক্ষার সময় শারীরিক ও মানসিকভাবে সুস্থতার জন্য বেশি রাত জেগে পড়াশোনা করবে না।* নতুন কোন পড়া পড়বে না।
* পূর্বে শেখা প্রশ্নগুলো বারবার রিভিশন দাও।* পরীক্ষার হলে ব্যবহৃত কলম, কালি, বলপয়েন্ট পেন, সাইন পেন, স্কেল, পেন্সিল, হাতঘড়ি, প্রবেশপত্র ইত্যাদি প্রস্তুত করে একটি বাক্সে রাখবে। * পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পৌঁছবে এবং সিট কোথায় পড়েছে তা খুঁজে বের করতে হবে।
উত্তরপত্র হাতে পাওয়ার পর করণীয়
*পরীক্ষার উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজি: নম্বর, বিষয় কোড এবং প্রশ্ন পাওয়ার পর সেট কোড ঘর যথাযথভাবে বৃত্ত ভরাট করবে।
* উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া এবং পত্রটি কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
* উত্তরপত্রের নির্দিষ্ট স্থান হতে লেখা শুরু করবে।
* উত্তরপত্রে আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ, উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে না।
* উত্তরপত্রের কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিঃ নম্বর, মোবাইল ফোন নম্বর, বিদ্যালয়ের নাম,কেন্দ্রের নাম কোন অবস্থাতেই লেখা যাবে না।
উত্তরপত্র সংক্রান্ত পরামর্শ
* উত্তরপত্রের ডানে ১ ইঞ্চি, বামে আধা ইঞ্চি ও উপরে ১ ইঞ্চি মার্জিন অবশ্যই রাখতে হবে।* প্রতিটি উত্তর প্যারা করে লিখবে। এক প্যারা হতে অন্য প্যারার দূরত্ব ১ ইঞ্চি এবং এক লাইন হতে অন্য লাইনের ফাঁক সর্বদা পৌনে এক ইঞ্চি সমান হবে।
* হাতের লেখা সুন্দর স্পষ্টাক্ষর ও শুদ্ধ বানানে নির্ভুলভাবে লিখতে হবে। উত্তরটি যেন কাটাকাটি ঘষামাজা না হয় সে বিষয়ে সতর্ক থাকবে নেহায়েতই কাটতে হলে একটানে কাটবে।
*যে প্রশ্নের উত্তরটি তুমি ভালো পারবে সেটি প্রথমে লিখবে। প্রথম প্রশ্নের উত্তর দ্বারা যদি পরীক্ষকের মন জয় করতে পার তবে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তুলনামূলকভাবে একটু খারাপ হলেও ভালো নম্বর পাওয়ার আশা করতে পার।* কোন প্রশ্নের উত্তর বড় করে লিখতে গিয়ে যেন অন্যকোন প্রশ্নের উত্তর বাদ না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।* প্রত্যেক প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।* যে সব প্রশ্নের উত্তর চিত্র সংবলিত তা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং অবশ্যই চিত্র দিতে হবে।* উত্তর লেখার আগে কোন প্রশ্নে কতটুকু সময় ব্যয় হবে তা আগেই ঠিক করে নিতে হবে।
* কোন প্রশ্নের উত্তরে উদ্ধৃতি ব্যবহার করতে হলে মনীষী/লেখকের হুবহু উদ্ধৃতি উল্লেখ করতে হবে। কোনরূপ বিকৃত করা চলবে না।
খাতা জমাদানের আগে করণীয়
* উত্তরপত্র জমাদানের আগে অবশ্যই ভালোভাবে রিভিশন করে নিতে হবে, কোথাও কোন ভুল আছে কিনা। প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছ কিনা এ জন্য কমপক্ষে ১০ মিনিট হাতে রাখতে হবে
আরও কিছু পরামর্শ
* পরীক্ষার সময় ও তারিখ যাচাই কর।
* পরীক্ষার হলে কি নেয়া এবং কি নেয়া বারণ আছে তা যাচাই কর।
* প্রয়োজনীয় জিনিস পরীক্ষার আগের দিন প্রস্তুত করে রাখ।
* তোমার সময়ের বাজেট তৈরি কর। মোট সময়কে মোট নম্বর দিয়ে ভাগ করে সাধারণত এটা করতে হয়। তবে প্রশ্নপত্র পাঠ ও উত্তরপত্র রিভিশনের জন্য কমপক্ষে ১০ মিনিট সময় হাতে রাখতে হবে।* কোন প্রশ্নের উত্তর অহেতুক বড় করে সময় নষ্ট করবে না।* প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার অবশ্যই চেষ্টা করবে।
* লেখা শুরু করার আগে পুরো প্রশ্নটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে।
* প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে দেবে তা আগে চিন্তা করে নিতে হবে।* প্রশ্নে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে underline করবে এবং সেই অনুসারে উত্তর করবে।
*উত্তর অর্ধেকটা লেখার পর তোমার দেখা দরকার কি লেখা উচিত আর তুমি কি লিখেছ।*তোমার হাতের লেখা অবশ্যই সুন্দর ও স্পষ্ট হতে হবে।* তোমার লেখা যদি খুব ছোট বা বড় হয় তবে ফাঁকা ফাঁকা করে লিখবে।* পরীক্ষা হলের নির্দেশাবলী অনুসরণ করবে এবং প্রয়োজনে দু’বার তা খতিয়ে দেখবে।* পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছবে।* উত্তরপত্র পাওয়ার পর প্রয়োজনীয় কাজ নির্ভুলভাবে করবে।* কর্তব্যরত পরিদর্শক মহোদয়ের অবাধ্য হবে না।* কোন অসদুপায় অবলম্বন করবে না।* প্রতিদিন প্রতি বিষয়ের পরীক্ষার Attendence Sheet-এ অবশ্যই স্বাক্ষর প্রদান করবে।
শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা ।
By:
Unknown
On: 02:20
পরামর্শ
উত্তরপত্রে আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ, উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে না
পাবলিক পরীক্ষা ছাড়াও শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় শুধু ভালো প্রস্তুতি নিলেই হবে না। পরীক্ষায় ভালো করতে তোমাদের আরও কিছু নিয়ম জানতে হবে।
পরীক্ষার আগের রাতে করণীয়
*পরীক্ষার সময় শারীরিক ও মানসিকভাবে সুস্থতার জন্য বেশি রাত জেগে পড়াশোনা করবে না।* নতুন কোন পড়া পড়বে না।
* পূর্বে শেখা প্রশ্নগুলো বারবার রিভিশন দাও।* পরীক্ষার হলে ব্যবহৃত কলম, কালি, বলপয়েন্ট পেন, সাইন পেন, স্কেল, পেন্সিল, হাতঘড়ি, প্রবেশপত্র ইত্যাদি প্রস্তুত করে একটি বাক্সে রাখবে। * পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পৌঁছবে এবং সিট কোথায় পড়েছে তা খুঁজে বের করতে হবে।
উত্তরপত্র হাতে পাওয়ার পর করণীয়
*পরীক্ষার উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজি: নম্বর, বিষয় কোড এবং প্রশ্ন পাওয়ার পর সেট কোড ঘর যথাযথভাবে বৃত্ত ভরাট করবে।
* উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া এবং পত্রটি কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
* উত্তরপত্রের নির্দিষ্ট স্থান হতে লেখা শুরু করবে।
* উত্তরপত্রে আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ, উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে না।
* উত্তরপত্রের কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিঃ নম্বর, মোবাইল ফোন নম্বর, বিদ্যালয়ের নাম,কেন্দ্রের নাম কোন অবস্থাতেই লেখা যাবে না।
উত্তরপত্র সংক্রান্ত পরামর্শ
* উত্তরপত্রের ডানে ১ ইঞ্চি, বামে আধা ইঞ্চি ও উপরে ১ ইঞ্চি মার্জিন অবশ্যই রাখতে হবে।* প্রতিটি উত্তর প্যারা করে লিখবে। এক প্যারা হতে অন্য প্যারার দূরত্ব ১ ইঞ্চি এবং এক লাইন হতে অন্য লাইনের ফাঁক সর্বদা পৌনে এক ইঞ্চি সমান হবে।
* হাতের লেখা সুন্দর স্পষ্টাক্ষর ও শুদ্ধ বানানে নির্ভুলভাবে লিখতে হবে। উত্তরটি যেন কাটাকাটি ঘষামাজা না হয় সে বিষয়ে সতর্ক থাকবে নেহায়েতই কাটতে হলে একটানে কাটবে।
*যে প্রশ্নের উত্তরটি তুমি ভালো পারবে সেটি প্রথমে লিখবে। প্রথম প্রশ্নের উত্তর দ্বারা যদি পরীক্ষকের মন জয় করতে পার তবে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তুলনামূলকভাবে একটু খারাপ হলেও ভালো নম্বর পাওয়ার আশা করতে পার।* কোন প্রশ্নের উত্তর বড় করে লিখতে গিয়ে যেন অন্যকোন প্রশ্নের উত্তর বাদ না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।* প্রত্যেক প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।* যে সব প্রশ্নের উত্তর চিত্র সংবলিত তা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং অবশ্যই চিত্র দিতে হবে।* উত্তর লেখার আগে কোন প্রশ্নে কতটুকু সময় ব্যয় হবে তা আগেই ঠিক করে নিতে হবে।
* কোন প্রশ্নের উত্তরে উদ্ধৃতি ব্যবহার করতে হলে মনীষী/লেখকের হুবহু উদ্ধৃতি উল্লেখ করতে হবে। কোনরূপ বিকৃত করা চলবে না।
খাতা জমাদানের আগে করণীয়
* উত্তরপত্র জমাদানের আগে অবশ্যই ভালোভাবে রিভিশন করে নিতে হবে, কোথাও কোন ভুল আছে কিনা। প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছ কিনা এ জন্য কমপক্ষে ১০ মিনিট হাতে রাখতে হবে
আরও কিছু পরামর্শ
* পরীক্ষার সময় ও তারিখ যাচাই কর।
* পরীক্ষার হলে কি নেয়া এবং কি নেয়া বারণ আছে তা যাচাই কর।
* প্রয়োজনীয় জিনিস পরীক্ষার আগের দিন প্রস্তুত করে রাখ।
* তোমার সময়ের বাজেট তৈরি কর। মোট সময়কে মোট নম্বর দিয়ে ভাগ করে সাধারণত এটা করতে হয়। তবে প্রশ্নপত্র পাঠ ও উত্তরপত্র রিভিশনের জন্য কমপক্ষে ১০ মিনিট সময় হাতে রাখতে হবে।* কোন প্রশ্নের উত্তর অহেতুক বড় করে সময় নষ্ট করবে না।* প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার অবশ্যই চেষ্টা করবে।
* লেখা শুরু করার আগে পুরো প্রশ্নটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে।
* প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে দেবে তা আগে চিন্তা করে নিতে হবে।* প্রশ্নে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে underline করবে এবং সেই অনুসারে উত্তর করবে।
*উত্তর অর্ধেকটা লেখার পর তোমার দেখা দরকার কি লেখা উচিত আর তুমি কি লিখেছ।*তোমার হাতের লেখা অবশ্যই সুন্দর ও স্পষ্ট হতে হবে।* তোমার লেখা যদি খুব ছোট বা বড় হয় তবে ফাঁকা ফাঁকা করে লিখবে।* পরীক্ষা হলের নির্দেশাবলী অনুসরণ করবে এবং প্রয়োজনে দু’বার তা খতিয়ে দেখবে।* পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছবে।* উত্তরপত্র পাওয়ার পর প্রয়োজনীয় কাজ নির্ভুলভাবে করবে।* কর্তব্যরত পরিদর্শক মহোদয়ের অবাধ্য হবে না।* কোন অসদুপায় অবলম্বন করবে না।* প্রতিদিন প্রতি বিষয়ের পরীক্ষার Attendence Sheet-এ অবশ্যই স্বাক্ষর প্রদান করবে।