Tagged Under:

ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত ।

By: Unknown On: 09:03
  • Share The Gag


  •  সৌদি আরবের মক্কা থেকে ওমরাহ শেষে রিয়াদ ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চার বাংলাদেশি। তারা একই পরিবারের সদস্য। এ সময় আহত হয়েছে আরো দুজন।
    নিহতরা হলেন ঝিনাইদহের হামদহ শেখপাড়ার সাইফুলের স্ত্রী শিউলী বেগম ও তাঁর ছেলে আল সাইম ওমর এবং যশোরের কেশবপুর উপজেলার ভবতিপুর গ্রামের আব্বাস সরদার ও তাঁর স্ত্রী রেহানা পারভীন।
    নিহত শিউলির বড় মেয়ে সাইমা ইসলাম জানান, জানুয়ারি মাসে তাঁর মা, বোন ও ছোট ভাই সৌদি আরবে তাঁর বাবার কাছে যান।
    শনিবার ভোর ৬টায় মক্কা থেকে ওমরাহ শেষে মাইক্রোবাসে করে রিয়াদ ফিরছিলেন শিউলির মা, ভাই, বোন ও কেশবপুরের আব্বাস ও তাঁর স্ত্রী। পথে আল-খারিজ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় চারজন।
    এ সময় আহত দুজনকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি