ফতুল্লায় এক তরুণীকে অপহরণে ব্যর্থ হয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে ঘাতক বখাটেকে ও তার পাঁচ বন্ধুকে দুইটি হায়েস মাইক্রোসহ আটক করে পুলিশে দিয়েছে। গতকাল ভোরে ফতুল্লার রগুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মনিন্দ্র অধিকারী (৪৫)। সে লালমনিরহাট ধলগ্রাম থানার কৃঞ্চকলি গ্রামের অপেন্দ্রনাথের ছেলে। মনিন্দ্র অধিকারীর মেজ মেয়ে ঝর্ণা রানীকে নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা।
আটককৃতরা হলোÑ নিয়াজ, জাহিদ হাসান ওরফে পিটার, হৃদয়, জুয়েল, আলবার্ড সুশান্ত, চালক মনিরুল ইসলাম তার ছোট ভাই চালক নজরুল ইসলাম ও বাবু।
জানা যায়, মনিন্দ্রনাথ সপরিবারে দীর্ঘ দিন ধরে ফতুল্লার রগুনাথপুর এলাকায় এনামুলের বাড়িতে ভাড়ায় বসবাস করেন। তিনি পেশায় রিকশাচালক। তার তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে বর্ণাকে বিয়ে দিয়েছেন, মেজ মেয়ে ঝর্ণা রানী স্থানীয় হাজী পান্ডে আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আর তার ছোট এক মেয়ে ও এক ছেলে।
ঝর্ণা রানী জানান, কালিপূজায় তুহিনের সাথে আমার পরিচয় হয়। সম্প্রতি ভারতে বসবাস করেন এক ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। বিষয়টি তুহিন জানতে পেরে আমাকে অনেক হুমকি দেয় এবং আমার বাবাকে হত্যা করে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেয়। এরপর ভোরে লোকজন নিয়ে এসে আমার বাবাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আমাকে মাইক্রোতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে আটক করেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, তুহিনের আট সহযোগীকে দুইটি হায়েস মাইক্রোসহ (ঢাকা-মেট্রো-চ, ১৫-৯৫৬৭, ঢাকা মেট্রো-ম, ০০-০৪৩৪) আটক করা হয়েছে। স্থানীয় লোকজনের পিটুনিতে তুহিনের বন্ধু হৃদয় আহত হয়েছে। তাকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপালে ভর্তি করা হয়েছে। - See more at:
Tagged Under: Islamic News
ফতুল্লায় তরুণীকে অপহরণে ব্যর্থ হয়ে বাবাকে কুপিয়ে হত্যা -
By:
Unknown
On: 11:08