মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ সুরাইয়ার ডান চোখ নষ্ট হয়ে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই চোখ দিয়ে দেখার কোনো সম্ভাবনা নেই। এর প্রভাবে তার বাম চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে।
মঙ্গলবার সুরাইয়ার মা নাজমা পারভীন বলেন, ‘পেটের ভিতরে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গেলও এক বছরের শিশু সুরাইয়া ডান চোখে আর কখনোই দেখবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ’
এর আগে সোমবার নাজমা এবং তার স্বামী বাচ্চু মিয়া সুরাইয়াকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন। সেখান থেকে বাংলাদেশ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. কাজী সাব্বির আনোয়ারের পরামর্শ নেন।
পরীক্ষা করে সাব্বির আনোয়ার জানান, সুরাইয়া ডান চোখে এখন কিছুই দেখে না। ভবিষ্যতেও দেখার সম্ভাবনাও নেই। বাম চোখ ভালো রাখতে হলে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।
গত বছর ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয় সুরাইয়া। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তাকে মায়ের গর্ভ থেকে বের করা হয়। এ সময় আব্দুল মমিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভাগ্যচক্রে বেঁচে যায় পেটের ভিতর গুলিবিদ্ধ সুরাইয়া